১। প্রশাসনিক কর্মকর্তাদের কাজ সম্পর্কে মানুষ সন্তুষ্ট কি-না এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সন্তুষ্টি বা অসন্তুষ্টির কারণ কী তা নিয়ে একজন সচেতন নাগরিক যেন সরকারের কাছে সহজেই প্রশংসা বা অভিযোগ জমা দিতে পারে তার জন্য একটি interactive application.
২। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর কোনো তথ্য বা গুজব ছড়ানো রোধে এমন এক বিশেষ application develop করা উচিত, যা কোনো পোস্ট, স্ট্যাটাস বা টুইটে উল্লিখিত তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রোগ্রাম দ্বারা যাচাই-বাছাই করে সেগুলোর সত্যতা নিশ্চিত করে তবেই ছড়ানোর অনুমতি দেবে।
৩। বৈদ্যুতিক যন্ত্র কতটুকু ব্যবহার করা হচ্ছে তা হিসাব করার জন্য সেন্সর বসানো উচিত। সেসব হিসাব-নিকাশ ব্যবহারকারীর মুঠোফোন বা পিসিতে নির্দিষ্ট application এ বিশ্লেষণপূর্বক পাঠানো হবে। ফলে অতিরিক্ত ব্যবহার হচ্ছে কি-না বোঝা যাবে। দুর্ঘটনার ঝুঁকি কমবে।
৪। Sciencebee App
৫। আপনার আইডিয়া মন্তব্যে জানান