কার্টুন বা বিভিন্ন অ্যানিমেশনে আমরা দেখেছি গাধা রেগে গেলে পেছনের পা দুটো শুন্যে তুলে শত্রুকে লাথি মারে। কিন্তু কেন এমনটা করে গাধা? বিভিন্ন পরিস্থিতির কারণে গাধা আক্রমণাত্মক হয়ে লাথি মারতে পারে। যেমন :
১. এলাকা রক্ষা : গৃহপালিত গাধা মূলত বন্য পূর্বপুরুষদের বংশধর। বন্য গাধা এমন পরিবেশে বাস করত যেখানে জল সীমিত ছিল এবং পর্যাপ্ত খাবারের অভাব ছিলো। যেসকল গাধা পর্যাপ্ত খাবার ও জলের জোগান করতে পারতো তারা সহজেই স্ত্রী গাধাকে আকর্ষণ করতে পারতো। তারপর গাধা তার এলাকায় শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য দাঁত ও পিছনের পা ব্যবহার করতো। গৃহপালিত নিরীহ গাধা পূর্বপুরুষ থেকে এই আচরণ উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং তারা নিজেদের এলাকায় বিপদ লক্ষ্য করলে শত্রুকে প্রতিহত করতে পিছনের পা দিয়ে লাথি মারে।
২. আধিপত্য বিস্তার : ঘোড়া যেমন নিজেদের মধ্যে লড়াই করে, গাধার মাঝে সেই বৈশিষ্ট্য নেই। পশুপালের ভিতর একটি মদ্দা ঘোড়া নেতার ভূমিকা পালন করে। মদ্দা ঘোড়ার এলাকায় অন্য কোন মদ্দা ঘোড়া আক্রমণ করলে তাকে প্রতিহত করার জন্য ঘোড়া তার শক্তিশালী পা ও দাঁত ব্যবহার করে। গাধা যদি কোন মানুষকে নিজ এলাকায় হুমকি হিসেবে দেখে, তবে সে নিজ এলাকায় আধিপত্য বিস্তার ও নিজ এলাকার ঘোড়াদের রক্ষা করার জন্য তাকে কামড় দেওয়ার জন্য ধাওয়া করতে পারে, লেজ নাড়াতে পারে, এমন কি পিছনের পা দিয়ে লাথিও দিতে পারে।
৩. আত্মরক্ষা : গাধা আত্মরক্ষার জন্য লাথি মারার মূলর দুটি কারণ রয়েছে। গাধা তার পিছনে কি আছে তা সরাসরি দেখতে পারেনা। বন্য পরিবেশে গাধার শিকারীর তালিকায় আছে সিংহ, নেকড়ে, শেয়াল ইত্যাদি। গাধা নিজের পেশিবহুল পা ও পশ্চাদ্দেশ শিকারীর থেকে রক্ষা করার জন্য গাধা তার শক্তিশালী পশ্চাৎপদ ব্যবহার করে। দ্বিতীয় কারণ হচ্ছে গাধা ঘোড়ার মতো দ্রুত দৌড়াতে পারেনা এবং শিকারীর হাত থেকে নিজেকে রক্ষা করার মতো দৌড়ানোর স্ট্যামিনাও তাদের মাঝে নেই। তাই দৌড়ানোর পরিবর্তে তারা পিছনের পা দিয়ে লাথি মারে। কোন মানুষ যদি গাধার পিছন থেকে তার দিকে অগ্রসর হয় তাহলে গাধা মানুষকে শিকারী ভেবে আত্মরক্ষার তাহিদে লাথি মারতে পারে।
৪. এছাড়াও স্ত্রী ঘোড়া মূলত নবজাতক ঘোড়াকে শিকারীর হাত থেকে রক্ষা করার জন্য আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এবং কোন বিপদ অনুভব করলে লাথি মারতে পারে। স্ত্রী ঘোড়া মূলত লেজ নাড়িয়ে, কান মুচড়িয়ে, মাটিতে থাবা দিয়ে মানুষকে নিজের অস্বস্তি বুঝানোর চেষ্টা করে। তখন সেই স্থান ত্যাগ না করলে ঘোটকী রেগে গিয়ে লাথি মারতে পারে। তাছাড়াও গাধা যখন ভয় পায়, বিরক্তি অনুভব করে বা ব্যথা পায় তখন মানুষকে নিজের অস্বস্তি জানাতে সহিংসতার আশ্রয় নিতে পারে।
এইসব কারণেও মূলত গাধা আক্রমণাত্মক আচরণ করে এবং রেগে গিয়ে লাথি মারে।
© নিশাত তাসনিম
রেফারেন্স : https://bestfarmanimals.com/everything-about-donkey-kicking-understanding-donkey-behavior/