পাখিরা ‘ভি’ আকারে ওড়ে কেন?চিত্রা ১ লক্ষ্য করুন,পাখিরা যখন ডানাকে নীচের দিকে সঞ্চালন করে, তখন ডানার নীচের অংশে একটি উচ্চচাপযুক্ত অঞ্চল তৈরি হয়,একই সাথে ডানার উপরের অঞ্চলে নিম্ন চাপের সৃষ্টি হয়। যার ফলে পাখির শরীরে নীচ থেকে একটি উদ্ধমুখী বল a ও b তৈরি হয়। ফলে পাখি আকাশে উড়তে থাকে।