Riccia গণের উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য:
১) এদের দেহ থ্যালয়েড। অর্থাৎ, মূল, কান্ড ও পাতায় বিভক্ত নয়।
২) থ্যালাস সবুজ, চ্যাপ্টা, শায়িত ও শাখান্বিত।
৩) থ্যালাসের প্রতিটি শাখার মাথায় খাঁজ থাকে।
৪) থ্যালাসের নিচের দিকে এককোষী রাইজোয়েড ও বহুকোষী স্কেল থাকে।
৫) থ্যালাসের অভ্যন্তরীণ টিস্যুগুলো উপরের দিকে দন্ডাকার, এদের মাঝে ফাঁকা জায়গায়ও বা বায়ু কুঠুরী থাকে। এই কোষ গুলোতে সালোকসংশ্লেষণ হয়। কিন্তু, নীচের দিকের কোষ গুলোর মধ্যে কোন বায়ু কুঠুরী থাকে না, এটি মূলত উদ্ভিদের সঞ্চয়ী অঞ্চল। সঞ্চয়ী অঞ্চলের কোষ গুলো প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত।