পৃথিবী ঘোরে। এবং মহাকাশে এটাই পৃথিবীর চলমান থাকার একমাত্র ধরণ নয়। কর্নেল ইউনিভার্সিটির তথ্যানুসারে পৃথিবীর সূর্যের চারিদিকের যে ঘোরার যে গতি তা হল ঘন্টায় প্রায় ৬৭,০০০ মাইল বা ১০৭,০০০ কিলোমিটার। এই দুরত্ব হল ৯২,৮৫৫,৮০৭ মাইল বা ১৪৯,৫৮৭,৮৭০ কিলোমিটার।