নাসায় চাকরি পাওয়ার উপায় কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
548 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (141,850 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (141,850 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় নভোচারীসহ বেশ কয়েকটি পদে চাকরির জন্য প্রায়ই আবেদন চাওয়া হয়। অনেকেরই স্বপ্ন থাকতে পারে সেই সংস্থায় চাকরির। কীভাবে, কী কী যোগ্যতা থাকলে সেখানে চাকরির আবেদন করা যায়, তা অনেকেরই জানার আগ্রহ থাকে।

নাসায় চাকরি করার জন্য বেশ যোগ্যতার প্রয়োজন। কারণ, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিচালনা, কক্ষপথে স্যাটেলাইট পাঠানো, মহাকাশ থেকে আবহাওয়ার নজরদারি, সৌরজগতের বিভিন্ন গ্রহের তথ্য উদ্ঘাটনে বিভিন্ন মহাকাশ মিশন পরিচালনাসহ নানা ধরনের কাজ করে নাসা। চাঁদ ও মঙ্গলে বসবাসের সম্ভাবনা সম্পর্কেও করে গবেষণা। বিশ্বের গ্রহ, সৌরজগৎ এবং এর বাইরের জগতকে আরও ভালো করে বোঝার জন্য ক্রমাগত মিশন চালায় নাসা। যদি মহাকাশকে নিয়ে গবেষণা আরও এগিয়ে নেওয়ার জন্য আধুনিক প্রযুক্তির সহায়তায় কাজ করতে চান তাহলে নাসায় আপনার জন্য কাজের জায়গা রয়েছে।

মার্কিন ফেডারেল সরকারের অফিশিয়াল চাকরির ওয়েবসাইট ইউএস-এর সাইটে এ সংক্রান্ত বিস্তারিত আছে। আপনি আগ্রহী হলে প্রোফাইল তৈরি করে বা না করেও নাসার শূন্যপদগুলোর জন্য আবেদন করতে পারবেন। খণ্ডকালীন, অস্থায়ী, স্থায়ী, ইন্টার্নশিপ : ( intern.nasa.gov ) এবং ফেলোশিপের সুযোগ আছে নাসায়।

যোগ্যতার মানদণ্ড :

এই সংস্থায় চাকরির জন্য নিজেকে প্রমাণ করতে হয় নানা দিক থেকে। প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। আগ্রহী প্রার্থীকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলী, গণিতে স্নাতকোত্তরের পাশাপাশি থাকতে হয় প্রয়োজনীয় কাজের অভিজ্ঞতা। প্রতিযোগিতামূলক এ ধরনের পরীক্ষায় দলীয় সমন্বয়, যোগাযোগ, ভাষা ও বাজেট সমন্বয়ে অধিক দক্ষ প্রার্থীরা এগিয়ে থাকেন। বিমান চালনা বিদ্যা, মহাকাশ স্টেশন, সৌর প্রক্রিয়া, তথ্যপ্রযুক্তি, পৃথিবী ও মঙ্গল গ্রহের বিষয়গুলোতেও ভালো ধারণা থাকতে হয় চাকরিপ্রত্যাশীদের। চাকরিপ্রত্যাশীদের যোগ্য থাকতে হয় শারীরিকভাবেও। চোখের দৃষ্টিশক্তি ভালো থাকার পাশাপাশি, রক্তচাপও স্বাভাবিক হতে হবে, যা কি না হতে হয়—১৪০/৯০। উচ্চতা হতে হবে ৫ ফুট ২ ইঞ্চি থেকে ৬ ফুট ৩ ইঞ্চি।

সাক্ষাৎকার :

সাক্ষাৎকারের বিভিন্ন ধাপে প্রার্থীকে টিকে থাকার কঠিন লড়াইয়ে নামতে হয়। প্রার্থীকে নাসার বাছাই কমিটিকে সন্তুষ্ট করতে হবে। কারণ, এই দুর্লভ সুযোগ বিশ্বের হাতে গোনা কয়েকজনই পান। নাসার কোনো একটি পদের জন্য শতাধিক সমান যোগ্যতার প্রার্থী থাকেন। সবাইকে পেছনে ফেলে কাঙ্ক্ষিত চাকরিটি হাতিয়ে নিতে হলে যোগ্যতার পাশাপাশি ভাগ্যেরও সহায়তা দরকার। এমনও দেখা যায় যে ১০ থেকে ১২ জন লোক নিয়োগের জন্য ২০ হাজারের বেশি যোগ্য ব্যক্তি আবেদন করেছেন। সচরাচর ২০ হাজার জনের চাকরি পাওয়ার মতো সব যোগ্যতা থাকার পরও চাকরি পাবেন ১০ থেকে ১২ জনই। যেমন, ২০১৮ সালে ১৮ হাজার ৩০০ আবেদনের মধ্য থেকে বেছে নেওয়া হয় মাত্র ১২ জনকে।

সাক্ষাৎকারের পরের ধাপ :

সাক্ষাৎকারের পরের ধাপে নির্বাচিত হওয়ার পরই নাসায় চাকরি হয়ে গেল—ধরে নেওয়ার কোনো কারণ নেই। কারণ, এরপরও বেশ কিছু ধাপ পেরোতে হবে। দুই বছরের কঠোর প্রশিক্ষণ ও মূল্যায়নে উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে। চার বছরের কলেজ ডিগ্রি অর্জনের জন্য যে ধরনের পরিশ্রম করতে হয়, এ দুই বছরে তার থেকে অনেক বেশি চাপ সহ্য করতে হয়। প্রশিক্ষণ নেওয়া দলের সবাইকে যেকোনো পরিস্থিতি সামলে নেওয়ার মতো যোগ্যতা দেখাতে হয়। এ জন্য পানিতে সাঁতরানোর অভিজ্ঞতাও থাকতে হয়। মহাশূন্যে যে ধরনের পরিবেশে কাটাতে হয়, তাদের আগে থেকেই সেই ধরনের পরিবেশের মুখোমুখি হতে হয়। জেট এয়ারক্রাফটে শূন্য মাধ্যাকর্ষণ পরিবেশের সঙ্গেও খাপ খাইয়ে নিতে হয় প্রশিক্ষণার্থীদের।

নভোচারীর কাজ :

মহাকাশে গিয়ে একজন নভোচারী কী কাজ করবেন, কীভাবে করবেন, এ জন্য একজন নভোচারীর বিশেষ প্রশিক্ষণ শেষ করতে হয়। এগুলো শুরু হয় তাঁদের উৎক্ষেপণস্থলে পৌঁছানোর অনেক আগেই। কোনো নভোচারীকে মহাকাশ স্টেশনে ছয় মাসের ‘স্টিন্টে’র জন্য কমপক্ষে দুই থেকে তিন বছর অতিরিক্ত প্রশিক্ষণ নিতে হয়। কিন্তু মহাকাশে অবস্থান স্মরণীয় হলেও পৃথিবীতে এর জন্য অনেক কাজ করতে হয়। মহাকাশে প্রত্যেক নভোচারীর জন্য পৃথিবীতে এক হাজার মানুষকে প্রকৃতপক্ষে কাজ করতে হয়। মহাকাশে প্রত্যেক নভোচারীকে বিশেষ কাজ করতে হয়। এ ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা চালানো, গবেষণা করা এবং মহাকাশ যানের মেরামত করা। এ কাজেই তাঁদের বেশির ভাগ সময় ব্যয় হয়।

বেতন কত :

বছরে ৬৬ হাজার থেকে ১ লাখ ৪৪ হাজার ডলার বেতন। যাঁরা অভিজ্ঞ, তাঁদের বেতন আর বেশি। যদি একবার নাসায় কাজ শুরু হয়ে যায় তো, কেউ আর চাকরি অবস্থায় বই লিখতে পারবেন না। এমনকি জনসাধারণের জন্য বাইরে গিয়ে জনসমক্ষে ভাষণ বা বক্তব্য দিতে পারবেন না। চাকরির ক্ষেত্রে নাসা যুক্তরাষ্ট্রে সরকারি সংস্থাগুলোর মধ্যে প্রথম স্থানে। দেশটির সেরা ১৮ চাকরির মধ্য রাজ্য বিভাগ চতুর্থ স্থানে এবং গোয়েন্দা বিভাগ তৃতীয় সেরা স্থানে রয়েছে।

নভোচারীর যোগ্যতা সম্পর্কে ৬৪ বছর বয়সী নাসার সাবেক মহাকাশচারী ডোনাল্ড পেটেট এবং সেন্টার ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স ইন স্পেসের প্রেসিডেন্ট সাবেক মহাকাশচারী গ্রেগ জনসন বলেন, নাসা বলেছে যে যোগ্যতাসম্পন্ন আবেদনকারীদের অবশ্যই বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল বা গণিতের ক্ষেত্রে একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর অধ্যয়নের জন্য বা কাজের অভিজ্ঞতাও প্রয়োজন। স্পেস এজেন্সি সব ধরনের পটভূমিতে মহাকাশচারীকে প্রশিক্ষিত করেছে—যেমন একজন ডাক্তার, সমুদ্রবিদ, এমনকি পশুচিকিৎসক আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: সিএনএন, ইউএসএজব, ইকোনমিক টাইমস ও ডেকান ক্রনিকল

0 টি ভোট
করেছেন (4,150 পয়েন্ট)
নাসায় চাকরি করার জন্য বেশ যোগ্যতার প্রয়োজন। কারণ, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিচালনা, কক্ষপথে স্যাটেলাইট পাঠানো, মহাকাশ থেকে আবহাওয়ার নজরদারি, সৌরজগতের বিভিন্ন গ্রহের তথ্য উদ্ঘাটনে বিভিন্ন মহাকাশ মিশন পরিচালনাসহ নানা ধরনের কাজ করে নাসা। চাঁদ ও মঙ্গলে বসবাসের সম্ভাবনা সম্পর্কেও করে গবেষণা। বিশ্বের গ্রহ, সৌরজগৎ এবং এর বাইরের জগতকে আরও ভালো করে বোঝার জন্য ক্রমাগত মিশন চালায় নাসা। যদি মহাকাশকে নিয়ে গবেষণা আরও এগিয়ে নেওয়ার জন্য আধুনিক প্রযুক্তির সহায়তায় কাজ করতে চান তাহলে নাসায় আপনার জন্য কাজের জায়গা রয়েছে।

মার্কিন ফেডারেল সরকারের অফিশিয়াল চাকরির ওয়েবসাইট ইউএস-এর সাইটে এ সংক্রান্ত বিস্তারিত আছে। আপনি আগ্রহী হলে প্রোফাইল তৈরি করে বা না করেও নাসার শূন্যপদগুলোর জন্য আবেদন করতে পারবেন। খণ্ডকালীন, অস্থায়ী, স্থায়ী, ইন্টার্নশিপ (intern.nasa.gov) এবং ফেলোশিপের সুযোগ আছে নাসায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 1,276 বার দেখা হয়েছে
22 জুন 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,850 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 2,896 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,850 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 412 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 324 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 755 বার দেখা হয়েছে

10,776 টি প্রশ্ন

18,469 টি উত্তর

4,743 টি মন্তব্য

272,570 জন সদস্য

63 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 61 জন গেস্ট অনলাইনে
  1. Shariar Rafi

    420 পয়েন্ট

  2. Tazriyan

    190 পয়েন্ট

  3. Shourov Viperr

    110 পয়েন্ট

  4. Khandoker Farhan

    110 পয়েন্ট

  5. Eyasin

    110 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান পৃথিবী রোগ রাসায়নিক শরীর #ask রক্ত আলো মোবাইল ক্ষতি চুল কী #science চিকিৎসা পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি স্বাস্থ্য মাথা প্রাণী গণিত বৈজ্ঞানিক মহাকাশ পার্থক্য #biology এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম শীতকাল #জানতে কেন ডিম চাঁদ বৃষ্টি কারণ কাজ বিদ্যুৎ রাত রং উপকারিতা শক্তি লাল আগুন সাপ মনোবিজ্ঞান গাছ খাবার সাদা আবিষ্কার দুধ উপায় হাত মশা শব্দ মাছ ঠাণ্ডা মস্তিষ্ক ব্যাথা ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন উদ্ভিদ কালো পা কি বিস্তারিত রঙ মন পাখি গ্যাস সমস্যা মেয়ে বৈশিষ্ট্য হলুদ বাচ্চা সময় ব্যথা মৃত্যু চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি দাঁত কান্না আম হরমোন বাংলাদেশ
...