মা বাবার রক্তের RH উপাদান মা যদি RH পজেটিভ আর বাবা যদি RH নেগেটিভ হয় তা হলে গর্ভস্থ সন্তানের RH পজেটিভ বা নেগেটিভ হতে পারে। মা ও সন্তানের RH উপাদানের মধ্যে যদি মিল না থাকে তবে তাকে RH অসংগতা RH Incompatibility বলা হয়। এতে মৃত সন্তান হয়। আর যদি শিশু বেঁচে যায় তাহলে পক্ষাঘাতগ্রস্ত বা মস্তিস্কের ত্রুটি নিয়ে জন্মায়