প্রথমে একটু জানা দরকার, দিন কি বা বছর কি?
আমরা জানি সৌরজগতের গ্রহগুলো সুর্যের চারপাশে ঘুরছে, সেই সাথে নিজ অক্ষেও ঘুরছে। অক্ষীয় ঘূর্নন বলতে, যদি আপনি কোন গোলাকার বস্তু বা গ্রহের উত্তর ও দক্ষিন মেরুকে যোগ করে একটি সরলরেখা কল্পনা করেন, তবে সে সরলরেখাকে বলা হয় অক্ষ বা Axis। আর এই অক্ষকে কেন্দ্র করে এর চারদিকে গ্রহ যখন ঘুরে তখন তাকে বলা হয় অক্ষীয় গতি। আর, এভাবে ঘুরতে ঘুরতে গ্রহগুলো সুর্যের চারপাশেও ঘুরে আসে। সুর্যের চারপাশে একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে সুর্যের চারপাশে ঘুরে এসে সেই বিন্দুতেই পৌঁছতে যে সময় লাগে তাকে সে গ্রহের ১ বছর বলা হয়।
আমরা ১ দিন বলতে জানি, পৃথিবী তার নিজ অক্ষের চারদিতে ঘুরে আসতে যতো সময় লাগে।পৃথিবীর ক্ষেত্রে প্রায় এক্ষেত্রে ২৪ ঘন্টা সময় লাগে ও একে বলে আহ্নিক গতি। এটিই অক্ষীয় গতি। অপর দিকে, পৃথিবী শুধু তার অক্ষেই না, ঘুরছে সুর্যের চারদিকে তার নিজস্ব কক্ষপথেও৷ সুর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে প্রায় ৩৬৫.২৫২৪ দিন। পৃথিবীর এ গতিকে বলা হয় বার্ষিক গতি এবং এক বছর বলতে এই সময়কেই বোঝায়। একে কাক্ষিক গতিও বলা হয়।
অপরদিকে, শুক্র গ্রহের ক্ষেত্রে আহ্নিক গতি খুবই কম। প্রতি ঘন্টায় মাত্র ৬.৫২ কি.মি, বা সেকেন্ডে ১.৮ মি. যেখানে পৃথিবীর এ গতি ঘন্টায় ১৬৭০কি.মি, বা সেকেন্ডে ৪৬৪ মি.। তার মানে আমাদের পৃথিবী শুক্রের তুলনায় প্রায় ২৫৮ গুন বেশী দ্রুত ঘুরে। আর এতো কম গতি থাকায় শুক্রগ্রহ তার নিজ অক্ষের চারদিক একবার ঘুরে আসতে যে সময় লাগে তার আগেই তার চেয়ে কমসময়েই সে সুর্যকে অলরেডি একবার প্রদক্ষিণ করে আসে। তাই শুক্র গ্রহে ১ দিন হতে যে সময় লাগে ১ বছর হতে তার চেয়ে কম সময় লাগে। শুক্র গ্রহের ১ দিন পৃথিবীর ২৪৩ দিনে হয় এবং ১ বছর হয় ২২৫ দিনে।
তারমানে, শুক্র তার অক্ষে প্রতি ২৪৩ দিনে একবার ঘুরে, আর সু্র্যের চারদিকে তা ২২৫ দিনে ঘুরে আসে। আর, এজন্যেই শুক্র গ্রহকে বলা হয় সৌরজগতের ধীরতম গ্রহ। স্বাভাবিকভবেই কোন গ্রহের ১ বছরের চেয়ে ১ দিন বেশি দীর্ঘ মানে খুব সহজেই বোঝা যায়, গ্রহটির অক্ষীয় ঘুর্নন (আহ্নিক গতি) আবর্তন গতির (বার্ষিক গতি) চেয়ে অনেক ধীর।
লেখক : শাকিল সাজ্জাদ