অ্যালকেনের ধর্ম
ভৌত ধর্মঃ সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের গলনাঙ্ক,স্ফুটনাংক ও ভৌত অবস্থ অ্যালকেনের কার্বন সংখ্যার উপর নির্ভর করে।কার্বন সংখ্যার পরিবর্তন হলে ভৌত অবস্থার পরিবর্তন হয়।
1-4 কার্বন সংখ্যার সম্পৃক্ত হাইড্রোকার্বনের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে এজন্য এগুলো গ্যাসীয়।
5-15 কার্বন সংখ্যার সম্পৃক্ত হাইড্রোকার্বনের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার চেয়ে বেশি থাকে তাই এগুলো তরল।
আর কার্বন সংখ্যা 16 থেকে বেশি হলে কঠিন প্রকৃতির হয়।
রাসায়নিক অবস্থাঃ অ্যালকেন সমুহ রাসায়নিক অবস্থায় নিষ্ক্রিয়। এজন্য এসিড,ক্ষারক,জারক বা বিজারকের সাথে বিক্রিয়া করে না।কিন্তু কিছু কিছু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।