Nishat Tasnim- সব কবুতরের এই বিশেষ ক্ষমতাটি ছিলো না। এই বিশেষ ক্ষমতাসম্পন্ন কবুতরের মধ্যে উল্লেখযোগ্য হলো "Rock pigeon" যারা "Homing pigeon" নামে বেশি বিখ্যাত বা পরিচিত ছিলো। এখন পর্যন্ত কবুতরের Homing record হলো ১৮০০ কি.মি.। অর্থাৎ, একটি কবুতর সস্থান থেকে ১৮০০ কি.মি. দূরে গিয়েও আবার ফিরে এসেছিলো।
কবুতরের এই ঘরে ফেরার ব্যাপারটি নিয়ে অনেক গবেষণা হয়েছে। এই ব্যাপারটিতে জীববিজ্ঞানের সাথে সাথে কোয়ান্টাম মেকানিক্সেরও রয়েছে সমান অবদান। সাম্প্রতিক সময়ের একটি গবেষণা অনেক গ্রহণযোগ্যতা পেয়েছে। সেটি সম্পর্কেই আলোচনা করা যাকঃ-
CYRPTOCHROMES:-
পায়রার চোখের রেটিনাতে মানুষের মতোই দু'ধরনের কোষ থাকে। যথা-রড কোষ ও কোণ কোষ। দন্ডাকার রডকোষগুলোর মধ্যে থাকে একপ্রকার বিশেষ প্রোটিন যাকে বলা হয় "Cryptochromes (ক্রিপ্টোক্রোম)"। এই প্রোটিনগুলো "Blue light বা নীল আলোর উপস্থিতিতে উত্তেজিত হয়ে যেতে পারে। তাই,এদেরকে বলা হয় "Light activated switch"।
এই প্রোটিন তিন ধরনের হয়। যথাঃ-
১. Cry1 ২. Cry2 ৩. Cry4।
তবে Cry1 এবং Cry2 এই ব্যাপারটিতে কোনো ভূমিকা রাখে না।কেবল Cry4 ই পথ চিনতে সহায়তা করে।
চলুন একটু কোয়ান্টাম মেকানিক্স থেকে ঘুরে আসিঃ-
আমরা জানি, পরমানুতে প্রত্যেক ইলেকট্রণ নিজ অক্ষের চারপাশে ঘুরে যাকে আমরা "স্পিন" বলে থাকি। এই ইলেকট্রণের স্পিন চৌম্বকক্ষেত্রের(magnetic field) উপর নির্ভর করে।
যদি চৌম্বকক্ষেত্রের দিক বদল করা হয় তাহলে দেখা যাচ্ছে ইলেকট্রণের স্পিনও বদলে যাবে। এবার,একবার পৃথিবীর কথা ভাবুন। পৃথিবী হলো একটা বিশাল চৌম্বকক্ষেত্র।
সেই আগের বিশেষ প্রোটিন বা Cryptochrome(Cry4) এর গঠনে দেখা যায়, এতে দুটি ফ্রি-রেডিকেল থাকে যাতে অযুগ্ম ইলেকট্রন(unpaired electron) থাকে। পৃথিবীর বিভিন্ন স্থানে চৌম্বকক্ষেত্রের মানের তারতম্যের কারণে ঐ ইলেকট্রনগুলোর স্পিনেও তারতম্য দেখা যায়।
পায়রা যখন তার গতিপথ পরিবর্তন করে তখন ঐ ইলেকট্রণগুলোর স্পিনের তারতম্যের কারনে মস্তিষ্কে বিভিন্ন রকমের রাসায়নিক সংকেত প্রেরণ করে(অপটিক স্নায়ুর মাধ্যমে)। এই রাসায়নিক সংকেতের মাধ্যমেই পায়রা তার গতিপথ সম্পর্কে পূর্ণধারণা নেয়।
এই চৌম্বকক্ষেত্র দেখার ব্যাপারটিকে বলা হয় "Magnetoreception"।
পায়রা বাসস্থান থেকে অন্য কোনো স্থানে গেলে যে পথে যায় সে পথে যাওয়ার সময় চৌম্বকক্ষেত্রের মানের তারতম্যের কারনে যে ধরনের রাসায়নিক সংকেত পায় তা মনে রাখে। আবার বাসস্থানে ফিরে আসার সময় ঐ একই ধরনের রাসায়নিক সংকেত প্রদানকারী পথে আসতে থাকে। আর সাথে করে নিয়ে আসতো গুরুত্বপূর্ণ চিঠিপত্র।
এভাবে কবুতর বা পায়রা পথ না ভুলে চিঠিপত্র আদানপ্রদান করতো।