ভারি পানি (ডিউটেরিয়াম অক্সাইড (2 H 2O )) হলো পানির একটি গঠন, যাতে হাইড্রোজেন আইসোটোপ ডিউটেরিয়াম (2 H বা D, ভারি হাইড্রোজেন নামেও পরিচিত) স্বাভাবিকের চেয়ে অধিক পরিমাণে থাকে এবং সাধারণ পানির অধিকাংশ হাইড্রোজেন গঠনকারী হাইড্রোজেন-১ আইসোটোপ (1 H বা H, প্রোটিয়াম নামেও পরিচিত) তুলনামূলকভাবে কম থাকে।