অনেকগুলো কুঠুরি ঘন সন্নিবিষ্ট হয়ে থাকতে চাইলে যদি ষড়ভুজ ব্যাতীত অন্য কোন ক্ষেত্র ব্যবহৃত হয় তবে মাঝে ফাকাস্হানগুলো কাঠামোটিকে দুর্বল করে তুলবে। এক্ষেত্রে ত্রিভুজ ব্যবহৃত হলে কাঠামোটি ঘন সন্নিবিষ্ট হবে না, লিনিয়ার হবে। একমাত্র ষড়ভুজের মাধ্যমেই ত্রিমাত্রিক কাঠামো প্রদান করা সম্ভব। তাই, মৌমাছির কুঠুরিগুলো ষড়ভুজের একক দ্বারা গঠিত হয়।