সাধারণত রক্তে বিভিন্ন ধরণের লবণের ঘাটতি হলে বা মাংসপেশিতে রক্তপ্রবাহ কমে গেলে হাত পা চাবাতে পারে। ডায়াবেটিক রোগী ও ধূমপায়ীদের হাত পা চাবায় পায়ে রক্ত চলাচলে বিঘ্ন ঘটার কারণে। শিশুরা অনেক ছোটাছুটি করে বলে তাদের হাত পায়ের পেশিতে রক্তপ্রবাহে টান পড়তে পারে। কিন্তু খানিক বিশ্রাম নিলেই তা সেরে যাবে। অনেকক্ষণ রোদে বা গরমে হাঁটাহাঁটি করলে লবণে ঘাটতি হয়। ফলে হাত পা চাবায়।
আবার যাদের বাত ব্যথা আছে তাদের হাত পায়ের অস্থি সন্ধি তে অক্সালেড জমা হওয়ার কারণেও হাত পা চাবাতে পারে।
বেশি হাটাহাটি করলে পায়ের পেশিতে ল্যাকটিক এসিড তৈরি হয়। এই ল্যাকটিক এসিডের কারণেও পা চাবাতে পারে।
shanto sarker