হ্যাকাররা যে খুব ফাস্ট টাইপ করে এমন না। টাইপিং ব্যাক্তিভেদে আলাদা আলাদা হয় যেমন আমি কম্পিউটার ৬-৭ বছর পরও না দেখে টাইপ করতে পারি না আবার অনেকে ১ মাস প্র্যাক্টিসে করে পারে। এইটা নির্ভর করে আপনি টাইপিং এর সময় কিসের উপর ফোকাস করেন। আমি প্রব্লেম সল্ভ করার সময় তো আর কোন লেটার কোথায় আছি তা খুজতে যাই না বা মুখস্ত করতে যাই না। হ্যাকারদের ক্ষেত্রেও অনেক টা আমাদের মতোই। কিন্তু হ্যাকারদের মুভিতে ভুল ভাবে উপস্থাপন করার জন্য এই টাইপের পপুলার প্রশ্ন মাথাতে আসে।
©