দাঁতের মাড়ির একটি বিশেষ সমস্যা রয়েছে সেটি হলো অ্যালসারেটিভ জিঙ্গিভাইটিস, এর ফলে মাড়ির ব্যথা, জ্বর এবং দুর্গন্ধের সমস্যা হয়ে থাকে। আর এই কারণে মাড়ির টিস্যু মারা যায়, আর এর ফলে দাঁতের মাড়ির রং কালো হয়ে যায়। এটি মাড়িকে চিরদিনের জন্য কালো করে তুলতে পারে, তাই এরজন্য তাড়াতাড়ি চিকিত্‍সকের পরামর্শ নিন।
- আয়েশা আক্তার