আলোকে বৈদ্যুতিক চৌম্বকীয় বিকিরণ বলা হয়। কারণ, তরঙ্গগুলির উৎস থেকে আলো ছড়িয়ে পড়ে। আলো অবস্থা বিশেষ কণা বা তরঙ্গ রুপে আচরণ করে । তবে কখনোই এক সঙ্গে কণা বা তরঙ্গ নয়।
বিদ্যুত-চৌম্বকীয় তরঙ্গ এমন তরঙ্গ যা বৈদ্যুতিক ক্ষেত্র এবং চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে কম্পনের ফলে তৈরী হয়।