Zaima Ferdous Neha -জলকম্প বলতে Undersea earthquake বুঝায়। এক্ষেত্রে মহাসাগরীয় প্লেট গুলো সবসময় পরস্পর একে অপরকে ধাক্কা দিতে থাকে। তখন এই প্লেট গুলোর আকার বিকৃত হতে থাকে! যখন এই প্লেট গুলো খুব বেশী ধাক্কা খেয়ে বিকৃত হয়ে যায় তখন সমুদ্রের পানি গুলো কম্পিত হতে থাকে। একেই বলে জলকম্প। এটিই একসময় সুনামির আকার ধারণ করে।