পান্ডা মাংসাশী ভালুকের সমগোত্রীয় হলেও লক্ষ লক্ষ বছর আগের কোন সময় থেকে এদের বিবর্তন শুরু হয় এবং খাবার উপাদানে পরিবর্তন আসে। ঠিক কেন এই পরিবর্তন এটা পুরোপুরি নিশ্চিত না, তবে এটা ওদের স্বাদগ্রন্থির পরিবর্তন বা খাওয়ার জন্য পর্যাপ্ত মাংসের অভাবের কারণে হতে পারে। হতে পারে খাবারের জন্য অনেক বেশি প্রতিযোগিতা ছিল বলে ওরা পাহাড়ি এলাকায় বাঁশ বা পাতা খাওয়া শুরু করে। এখানে খাবারের অভাব না থাকায় ধীরে ধীরে সময়ের সাথে এই খাবারে অভ্যস্ত হয়ে পড়ে। এই কারণে এদের দাঁত ও থাবাতেও পরিবর্তন আসে। বাঁশ ধরার জন্য এদের থাবার হাড় পরিবর্তিত হয়ে আমাদের বৃদ্ধাঙ্গুলির মতো আকার নেয় কিছুটা।
- শোভন খান