খুব তাড়াতাড়ি মোবাইল চার্জিং এর জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে। আর চার্জ দেবার সময় কয়েকটি পন্থা অবলম্বন করতে হবে।
প্রথমতঃ- আপনাকে চার্জিং এর সময় মোবাইল ব্যবহার করা যাবেই না। আর নেট চালু থাকা অবস্থায় ত খুব দেরিতে চার্জিং হয়।
দ্বিতীয়ত ঃ - মোবাইলে অ্যাক্টিভ সমস্ত অ্যাপস কে বন্ধ করতে হবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যাতে কোন অ্যাপস চালু না থাকে।
তৃতীয়ত ঃ - মোবাইলের ব্রাইটনেস/উজ্জ্বলতা যথাসম্ভব কমিয়ে রাখতে হবে।
চতুর্থতঃ- খুব দরকার না হলে মোবাইলকে এয়ারপ্লেন মোডে অন রাখুন। এতে অনেকটা সময় বাঁচবে ।
পঞ্চমত ঃ - সর্বোত্তম উপায় হল মোবাইলের সুইচ অফ করে চার্জ দেওয়া।
এরপরেও যদি দেখেন মোবাইলে চার্জ ঠিক হারে হচ্ছে না তবে আপনার চার্জার পরিবর্তন করুন। এর পরেও না হলে মোবাইলের ডাক্তার দেখান।
ধন্যবাদ।ভালো থাকবেন। হ্যাপি চার্জিং।
- কাজী মিজানুর রহমান