আপনি মোবাইল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, বিশ্বস্ত ই-কমার্স ওয়েবসাইট এবং অথরাইজ়ড ডিলারের দোকান গুলিতে অরিজিনাল ফোনই পাবেন। কিছু দোকান অনেক সময় বলে অথবা না বলে নকল বা ক্লোন ফোন বিক্রি করে থাকে যেগুলো দেখতে আসলের মতো হলেও কাজের ক্ষেত্রে তার ধরে কাছেও যেতে পারেনা।
যেকোন স্মার্টফোন কেনার পরেই তা আসল কিনা যাঁচাই করার কিছু পন্থা রয়েছে। কোম্পানির ওয়েবসাইটে গিয়ে সিরিয়াল নাম্বার যাচাই করা যেতে পারে। অথবা ফোন চালু করার পর *#০৬# ডায়াল করলেই ফোনের IMEI নম্বর পাওয়া যায়। সেটি
http://www.imei.info তে গিয়ে লিখে সার্চ করলে ফোনের কোম্পানির নাম, মডেল নাম্বার, ব্লাকলিস্ট স্ট্যাটাস (চোরাই ফোন কিনা), স্পেসিফিকেশন এগুলি দেখতে পাওয়া যাবে।
খুব দামি ফোন অনেক কম দামে পাওয়ার লোভে নকল ফোনের ফাঁদে না পড়াই ভালো।