অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ ভার্শন থেকে আমি বরাবরই যে স্মার্টফোন-ই ইউজ করেছি, ৫-৬ দিনের মধ্যেই তা রুট করে তরপর ব্যবহার করেছি,
রুট করার ফলে আপনি আপনার ফোনের সমস্ত হার্ডওয়্যার নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন,এরজন্য কোনো কোম্পানির ওপর নির্ভরশীল থাকতে হয় না,কম্পিউটারের দিক দিয়ে যদি দেখেন বলা যায় আপনার কাছে একটা কম্পিউটার আছে কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড আপনাকে বলা হয়নি, একটা রুট না হওয়া ফোন ও সেরকম।
সুবিধা:
১.অ্যান্ড্রয়েড ছাড়াও আলদা অপারেটিং সিস্টেম ব্যবহার করেছি,(সেলফিশ, উবুন্টু টাচ ইত্যাদি)
2. ইচ্ছামত নিজের ডিসপ্লে ঠিক করে কালার প্রোফাইল তৈরি করা যায়,
3. বিভিন্ন মাজিস্ক মড বা সিস্টেম মডিফাই করতে পরে এমন এপ্লিকেশন ইনস্টল করা যায়।
4. সর্বোপরি আপনার ফোনে নেই এমন অনেক ফিচার আপনি ইউজ করতে পারবেন পর্টেড এপ্লিকেশন ইনস্টল করে।
অসুবিধা:
১. লিনাক্স এবং অ্যান্ড্রয়েড অপারটিং সিস্টেম কিভাবে কাজ করে জানা থাকলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, আমি নিজে ১০ বছর ধরে টানা রুট করা ফোনে ব্যবহার করছি, তবে ভালো করে না জেনে ভুল করলে সমস্যা হতে পারে।
- কুণাল দাস