এক গবেষণা মতে, খালি চোখে আকাশ পর্যবেক্ষণ করলে আপনি সর্বোচ্চ ৯০৯৬ টি তারা গুণতে পারবেন। উত্তর গোলার্ধ থেকে ৪৫৮৪ টি, আর দক্ষিণ গোলার্ধ থেকে ৪৫৮৪ টি। (অবশ্যি নির্ভর করবে আপনি কোন ভৌগোলিক অবস্থান থেকে গণনা করছেন তার উপর।) তবে একটি ৫০ মিমি বাইনোকুলার দিয়ে দেখলে ১০০০০০ এর বেশি তারা পাবেন। আর একটি তথ্য উল্লেখ না করলেই নয়, খুব শক্তিশালি টেলিস্কোপ দিয়ে বিজ্ঞানীরা মিল্কিওয়ে গ্যালাক্সির ১০০০০০০০০০০০ এর কাছাকাছি তারা দেখতে করতে সক্ষম হয়েছেন!