Nishat Tasnim -
ঢাকা বা অন্যান্য শহরের আকাশে তারা কম দেখা যায়। তারা কম দেখা যাওয়ার প্রথম কারণ হচ্ছে শহরের আলোক দূষণ। কৃত্রিম আলোর কারণে প্রাকৃতিক আলো বা দৃশ্য ঝাপসা হয়ে পড়াকে বলা হয় আলোক দূষণ বা light pollution। ঢাকার আকাশে কম তারা দেখা যাওয়ার আরেকটি কারণ হচ্ছে বায়ু দূষণ। ঢাকার আকাশে প্রতিদিন ৫০ টন সিসা নির্গত হয়। একটি প্রতিবেদন অনুসারে, ঢাকা শহরের বাতাসে প্রতি বছর ক্ষুদ্র বস্তুকণা (পিএম১০) মিশছে ৫৮ হাজার ৫২৪ টন। এর মধ্যে রয়েছে রাস্তার ধুলাবালি, কারখানার নির্গত ধোঁয়া ও ক্ষতিকর পদার্থ। পাশাপাশি ২০ হাজার ৮১৯ টন অতি ক্ষুদ্র বস্তুকণা (যেমন: লোহা, সিসা, জিংক) বাতাসে মিশছে। তাই শহরের আকাশে তারা দেখা যায়না।
কিন্তু গ্রামে এতো দূষণ হয়না তাই গ্রামের আকাশে অনেক তারা দেখা যায়।