নক্ষত্রগুলো মুলত নীহারিকা ও আন্তঃনাক্ষত্রিক মেঘ থেকে সৃষ্টি হয়, যার প্রধান উপাদান হাইড্রোজেন ও হিলিয়াম। মহাকর্ষীয় বলের প্রভাবে সে গ্যাস সংকুচিত হয়ে নক্ষত্রের জন্ম দেয়। নক্ষত্র মুলত হাইড্রোজেন (মোট ভরের ৭২%) ও হিলিয়াম (২৭%) দ্বারা গঠিত বিশাল গ্যাসের বল।