মহাবিশ্বের সৃষ্টি বিগ-ব্যাং হতে। খুব উত্তপ্ত একটি বস্তুপিণ্ড বিস্ফারিত হয়ে তার অভ্যন্তরীণ পদার্থ গুলো চারদিকে আলোর বেগের কাছাকাছি গতিতে ছড়িয়ে দিয়েছিল। এই হলো বিগব্যাং। সেই থেকে মহাবিশ্বের উৎপত্তি। শুরুর দিকে বিশ্বব্রহ্মাণ্ড বলতে ছিল কোয়ার্ক। তিনটি করে কোয়ার্ক-এর সমন্বয়ে একটি প্রোটন আর একটি নিউট্রন সৃষ্টি হয়। এদের কেন্দ্র করে ঘুর্ণায়মান অবস্থায় ছিল আরেকটি কণা- ইলেকট্রন- তৈরি হয় পরমাণু। আদতে এরকম ১১৮ টি মৌলের পরমাণু ও তাদের মাঝে বিক্রিয়ার সাহায্যে গঠিত নানান যৌগিক পদার্থের সমাহারেই আমাদের জানা মহাবিশ্ব তৈরি। এছাড়াও এসব পদার্থ যখন কাজ করবার ক্ষমতা রাখে, তখন শক্তি উৎপাদিত হয়। এসকল পদার্থ আর শক্তি দিয়ে তৈরি আমাদের জানা বিশ্বব্রহ্মাণ্ড। জানা বিশ্ব বলছি কারণ অজানা বিশ্বও আছে। এই অজানা ধরণী তৈরি ডার্ক ম্যাটার (কৃষ্ণপদার্থ) আর ডার্ক এনার্জি (কৃষ্ণশক্তি) দিয়ে। এদের সম্পর্কে আমরা খুব কমই জানি।