আসলে নিরাপত্তার খাতিরে রিমুভ করা হয় নি। অ্যাপগুলো সরিয়ে ফেলা হয়েছে কারণ তারা প্লেস্টোরের নীতিমালা অনুসরণ করেনি।
ইউটিউবে যে ভিডিওগুলো থাকে সেগুলোতে মূলত বিভিন্ন বিজ্ঞাপন দেখানো হয়, মূলত এই বিজ্ঞাপনই গুগলের আয়ের একটা বড় উৎস। কিন্তু আপনি যখন ভিডমেট,টিউবমেট কিংবা স্ন্যাপটিউবের এর মতো অ্যাপগুলো ব্যবহার করছেন তখন আপনি বলতে পারেন আপনি গুগলের পেটে লাথি মারছেন। কারণ অ্যাপগুলো বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখতে দেয়।
আরেকটা ব্যাপার হচ্ছে ভিডিও ডাউনলোড। যা ইউটিউবের নিয়ম পরিপন্থী। প্লেস্টোরে থাকলে যদি ৫০০ মিলিয়ন ইন্সটল হতো তাহলে এমনিতে হবে ধরুন ৫০ মিলিয়নের কাছাকাছি। তাই মূলত অ্যাপগুলো প্লেস্টোর থেকে সরিয়ে ফেলে সাধারণ মানুষের দৃষ্টির আড়াল করা হয়।
এমনিতে অফিসিয়ালি মাসিক ১০ ডলারের কাছাকাছি দিয়ে সুবিধাগুলো (ব্যাকগ্রাউন্ড অডিও,পপ আপ,ডাউনলোড,এডফ্রি) পাওয়া যায়। এটাও ইউটিউবের একটা আয়ের উৎস।
- রিয়াজুল হাসান