খুবই চমৎকার প্রশ্ন তো!
ইউটিউবে অটো লাইক পাওয়ার জন্য হাজার হাজার ওয়েবসাইট আছে যা ব্যবহার করলে অনেক সাবস্ক্রাইবারস, ভিউস ওয়াচটাইম , লাইক ও কমেন্ট পাবেন।
এটা একটি ভালো কাজ সকল ইউটিউবারের জন্য যাদের সাবস্ক্রাইবারস নেই।
এর আগে জেনে নেই অটো লাইক না নিয়ে কিভাবে বেশি বেশি লাইক পাওয়া যায়।
তো শুরু করা যাক -
- ভালোমানের কন্টেন্ট তৈরি করুন ও ভিডিওতে লাইক দেওয়ার কথা একবার বলবেন একেবারে শেষে।
- নিয়মিত ভিডিও আপলোড করুন।
- কমেন্টে যে বিষয়ে ভিডিও তৈরি করার জন্য অনুরোধ করবে সেই ভিডিও তৈরি করুন অনেক তথ্য দিয়ে।
- আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন ভিডিওগুলো।
- আপনার সাবস্ক্রাইবারসদের অনেক অনেক ভালোবাসুন কমেন্ট এর সুন্দর সুন্দর রিপ্লাই এর মাধ্যমে।
- আপনার চ্যানেল রিলেটেড একটি ফেইসবুক গ্রুপ খুলুন।
এইতো এই কাজগুলো করলে আপনার লাইকের অভাব হবে না ইনশাআল্লাহ।
এখন জানা যাক কিভাবে অটো লাইক পাবেন - অনেক আগ্রহ তাই না?
যেসব ওয়েবসাইটগুলো এরকম লাইক , সাবস্ক্রাইবারস দিয়ে থাকে তাদের মধ্যে সবাই স্ক্যাম করে যার ফলে ইউটিউব আপনার চ্যানেলকে সারাজীবনের জন্য ডিলিট করে দিবে।
ইউটিউব এর এলগরিদম সবই বুঝে কোথা থেকে কিভাবে লাইক , কমেন্ট ও সাবস্ক্রাইবার আসছে , সুতরাং, উপরের টিপ্সগুলো ফলো করুন না হয় আপনার প্রিয় চ্যানেলটি হারান।
এইতো আজ এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ
- মোস্তাফিজুর রহমান মেহেদী