আসলে শুধু ভিউ বেশি হলেই গুগল আপনাকে টাকা দিবে না। আগে আপনার ভিউ যদি ১০০ হাজার ছাড়ায়, তাহলে ইউটিউব আপনার চ্যানেলটি প্রিভিউ করবে। তাদের যদি মনে হয় যে এটা ইউটিউব কর্তৃক ভেরিফাইড(ভেরিভাইড বলতে-স্বীকৃত হওয়া, একটা টিক মার্ক পাওয়া না) হওয়ার যোগ্য তাহলে তারা আপনার চ্যানেলটি ইউটিউবের আসল তালিকায় রাখবে। এরপর থেকে প্রতি ১ মিলিয়ন ভিউয়ের জন্য আপনি ১,০০০$ থেকে সর্বোচ্চ ৪০,০০০$ পর্যন্ত আয় করতে পারবেন। তবে সেটা ভিডিওর মান আর পাবলিকের পছন্দ হলো কি না তার উপর ভিত্তি করে আসবে।
কখনোই মনে করা উচিত না যে, অনেক সহজেই একজন প্রফেশনাল ইউটিউবার হওয়া যায়, বিশেষ করে এখনকার সময়ে যেখানে যেকোনো নির্দিষ্ট বিষয়ের উপরেও প্রচুর ইউটিউব চ্যানেল আছে ।
- রায়ান কবির