মজার ছলে আমরা অনেকেই কারও বেটে বা খাটো হওয়া নিয়ে ঠাট্টা করি, কারও খুব বেশি কালো হওয়া বা দেখতে কুৎসিত হওয়া নিয়ে মজা করি, কারও মাথায় চুল নেই সেটা নিয়ে তামাশা করি কিন্তু আমরা ৯৯% মানুষই বুঝতে পারে না যে তখন ঐ মানুষটা কেমন অনুভব করে আর কতটাই বা হীনমন্যতায় ভোগে ।
আমাদের অনেক বাবা মায়ের কমন ডায়ালগ -
তুই ভাত খাস সেও ভাত খায়, সে যে ভালো স্কুলে পড়িস তুই সেই ভালো স্কুলে পড়িস, সে যেই টিচারের কাছে পড়ে তুইও সেই টিচারের কাছে পড়িস তাহলে তুই ভালো রেজাল্ট করিস না কেন?
৯৯% বাবা মা-ই বুঝে না তাদের সন্তানের মানসিক অবস্থা না নিজেই নিজের সন্তানকে তুলনা করা ঠিক না, যা তাদের মানসিক স্বাস্থের চরম ক্ষতি ঘটায়।
একটা মানুষ সবার সাথেই হাসি খুশি হয়তো কিন্তু ভিতরে ভিতরে কোনো দুশ্চিন্তার কারণে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কিন্তু ৯৯% মানুষই তার সেই মানসিক অবস্থা বুঝতে চায় না।
কারও কোনো আচরণ যা তার বয়স অনুযায়ী মানানসই না বা কোনো একটা বিষয়কে একজন স্বাভাবিক ভাবে নিতে পারে না, তখন সেইটাকে গোড়ামি, ঢং বা ত্যাড়া বলে চালিয়ে দেয় কিন্তু একটা সুস্থ স্বাভাবিক মানুষেরও যে মানুষিক অসুস্থতা থাকে বা থাকতে পারে, ৯৯% মানুষই তা বুঝতে চায় না
©