বৈদ্যুতিক ইস্ত্রির এর ভেতর টাংস্টেন তারের কুন্ডুলী কোন ধাতব পদার্থের ওপর পেচানো থাকে। এতে করে টাংস্টেনের কুন্ডুলীর ভেতর দিয়ে যখন বিদ্যুত চালনা করা হয় তখন টাংস্টেনের বৈদ্যুতিক রোধ (বিদ্যুত অপরিবাহী) ধর্মের উপস্থিত থাকায় টাংস্টেন গরম হতে থাকে এবং যে ধাতব কোরের সাথে টাংস্টেন প্যাচানো থাকে সেটি গরম হতে থাকে। ফলে ইস্ত্রি এর নিম্নতলের প্লেট গরম হয়। সাধারণ ইস্ত্রি এভাবেই গরম হয়।
তবে বর্তমানে হিট কন্ট্রোল করা যায় ইস্ত্রিতে। সেখানে তাপীয় সেন্সর লাগানো থাকে। সেন্সর তাপের মাত্রা অনুযায়ী বিদ্যুত চালনা অব্যাহত রাখে। বিভিন্ন কাপড়ের জন্য বিভিন্ন তাপ দরকার হয় যা সেন্সরে আগে থেকে প্রোগ্রাম করা থাকে।
কোরা