প্রোগ্রামে কখনো কখনো ভেরিয়েবল এর মান একটা নির্দিষ্ট ইনক্রিমেন্ট বাড়াতে হয়। ভেরিয়েবল এর মান কে বর্ধিত করার জন্যই মূলত ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহৃত হয়ে থাকে। এই বর্ধিতকরণ 1 থেকে শুরু করে যেকোনো মান হতে পারে। যেমন x=x+1, x=x+2 ইত্যাদি। ইনক্রিমেন্ট এর মান 1 করে বর্ধিত করার জন্য সি এর স্পেশাল ইনক্রিমেন্ট অপারেটর যেমন ++ ব্যবহার করা হয়, যার সাধারণ গঠন হলো variable++ বা ++variable