কয়েকটি কারণে আপনার হাতে, পায়ে এবং শরীরের বিভিন্ন অংশে সূঁচ ফোটানোর মত অনুভূতি হতে পারে।এর মধ্যে সাধারণত যেটি সবাই অনুভব করেছে সেটি হচ্ছে, যখন আমরা ফ্ল্যাট কোনো স্থানে দীর্ঘক্ষণ যেকোনো এক পায়ের উপর ভর দিয়ে বসে থাকার পর ওই পায়ের উপর থেকে ভর সরিয়ে নিতে যাই,তখন এমনটা অনুভব হয়,যেনো অনেকগুলো সূঁচ ফুটছে। ওই অংশে আপনার দেহের ভর রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে যার কারণে ভর সরিয়ে নিলে রক্ত অতিরিক্ত বেগে পায়ের রক্তনালীতে চাপ প্রয়োগ করে। রক্ত কণিকার সেই অতিরিক্ত চাপ ই আমাদের পায়ে সূঁচ-এর মত লাগে। এবং এটি কয়েক মিনিট স্থায়ী হয়। পায়ের ওই স্থানে রক্তচাপ স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এই অনুভূতি হতে থাকে।
এই অভিজ্ঞতা হয়নি এমন মানুষ পাওয়া দুষ্কর। এর পেছনে মূলত রক্তচাপ-ই দায়ী। এ ছাড়া আপনার যদি উচ্চরক্তচাপ থেকে থাকে তবে উক্ত ঘটনার মত বাহ্যিক বল প্রয়োগ করে রক্তনালী সংকোচিত না করেও আপনি এমন অনুভূতির মুখোমুখি হতে পারেন।
প্রথম উদাহরনে এই অনুভূতি ৩-৪ মিনিট স্থায়ী হলেও উচ্চরক্তচাপ এর কারণে এমন অনুভূতি হলে সেটা একটু বেশি স্থায়ী হয় এমনকি ৩ থেকে ৪ দিন পর্যন্তও থাকতে পারে এবং এটির সম্মুখীন আমি নিজেও হয়েছি।
সোর্স:
https://patient.info/signs-symptoms/pins-and-needles-numbness
https://www.nhs.uk/conditions/pins-and-needles/