ওজন বাক্সে ওজন গুলোর সাহায্যে 0.01g পর্যন্ত ওজন গ্রহণ করা যায়। কিন্তু মাত্রিক বিশ্লেষনে প্রায়ই দশমিকের চতুর্থ স্থান পর্যন্ত ওজন প্রয়োজন হয়। এজন্য দশমিকের চতুর্থ স্থান পর্যন্ত ওজন গ্রহণ করতে রাইডার ব্যবহার প্রয়োজন। কারণ রাইডার মরিচাবিহীন প্লাটিনাম বা গোল্ড দ্বারা নির্মিত ধাতব তার এবং এর সাহায্যে 0.0001g পর্যন্ত ওজন সঠিকভাবে পরিমাপ করা যায়।