টাকার উপর যে কালির প্রলেপ দেওয়া হয় তাতে এমন ইউভি ফ্লোরোসেন্স উপাদান থাকে, যাতে করে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ইউভি আলো পড়লেই কেবল এটি আলোককে প্রতিফলিত করে। এ কালি শুধুমাত্র নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের ইউভি আলোর নিচে দৃশ্যমান হয়। সাধারণ অবস্থায় এটি খালি চোখে দেখা সম্ভব নয়। ইউভি রশ্মি উৎপাদননকারী যন্ত্র থেকে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি আলো যখন ব্যাংক নোটের উপর ফেলা হয় তখন বিশেষ কালিতে উপস্থিত ফ্লোরোসেন্স ফসফর বিক্রিয়া করে দৃশ্যমান আলো সৃষ্টি করে। এভাবে অতি সহজে ইউভি রশ্মির সাহায্যে জাল টাকা শনাক্ত করা যায়।