আমরা জানি যে, জীবজগতের উপকারের জন্য সূর্য প্রতিনিয়তই আলো প্রদান করছে এবং এই আলো মানবকুলের জন্য উপকারী। তন্মধ্যে দেহে ব্লাড সার্কুলেশন তথা রক্ত সঞ্চালনের জন্য এই আলো বিশেষ ভূমিকা পালন করে। তবে অতিবেগুনী রশ্মি তথা UV Rays মানবদেহের জন্য সবসময় ক্ষতিকর না, এর কিছু গুরুত্বপূর্ণ দিকও রয়েছে। এই রশ্মি দেহে ভিটামিন-ডি উৎপাদনের প্রক্রিয়াকে উদ্দীপিত করে থাকে। ভিটামিন-ডি দেহে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ফাংশন হিসেবে কাজ করে, আর ক্যালসিয়াম ও ফসফরাস হাড়কে দৃঢ়তা প্রদান করে। সেই পাশাপাশি ইমিউন ফাংশন এবং রক্তকনিকা উৎপাদনে সহায়তা করে। যদি অতিবেগুনী রশ্মি না থাকতো তবে দেহে সহজে ভিটামিন-ডি তৈরি হতো না যা পরবর্তীতে আমাদের দেহে নানা সমস্যার কারণ হয়ে দাড়াতো।
এছাড়াও, অতিবেগুনী রশ্মি বিভিন্ন রোগ নিরাময় যেমন- রিকেটস, সোরিয়াসিস, একজিমা, জন্ডিস ইত্যাদির চিকিৎসায় ব্যবহৃত হয়। কিন্তু ট্রিটমেন্টগুলো অবশ্যই মেডিকেল সুপারভাইজার এর সাহচর্যে করতে হবে।
সুতরাং, অতিবেগুনী রশ্মি যে সবসময় ক্ষতিকর এমনটি নয় বরং এটি মানবকুলের জন্য উপকারীও বটে।