ব্লুপ্রিন্ট একটি ছাপানো প্রক্রিয়া ৷ কাগজকে প্রথমে অ্যামোনিয়াম ফেরিক সাইট্রেট দ্রবণে ডুবিয়ে শুকিয়ে নেওয়া হয় ৷ এরপর কাগজে আলো ফেলা হলে আলো উপস্থিতিতে উক্ত ফেরিক (Fe 3+) যৌগ ভেঙে ফেরাস (Fe 2+) যৌগে পরিণত হয় ৷ এরপর পটাশিয়াম ফেরিসায়ানাইড দ্রবণ ব্যবহার করে ছবি ফুটিয়ে তোলা হয় ৷ ফলে বিক্রিয়া সংঘটিত হয়ে ফেরোফেরিসায়ানাইড তৈরি হয় যার রং প্রুসিয়ান ব্লু বা এক জাতীয় নীল ৷ তাই কাগজ নীল বর্ণ ধারণ করে ৷ আর সাদা রঙে ছবি ছাপা হয়ে আসে ৷
©রাশিক আজমাইন