চোখে ক্রমাগত বেশি আলােক পড়িলে রেটিনা ধীরে ধীরে বর্ণহীন হয় এবং আলােক ক্রমাগত কমিতে থাকিলে রেটিনা ধীরে ধীরে নিজস্ব বর্ণ ফিরিয়া পায়। এই কারণে হঠাৎ চোখে তীব্র আলােক পড়িলে অথবা হঠাৎ তীব্র আলােক পড়া বন্ধ হইলে অন্ততঃ কিছু সময়ের জন্য চোখে কিছুই দেখা যায় না। সাধারণত কণিকার সাহায্যে চোখে প্রবিষ্ট আলােকের পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখিয়া রেটিনার বর্ণ ঠিক রাখা হয় ।