বিশ্বজুড়ে পাইথন ল্যাঙ্গুয়েজের চাহিদা বাড়ছে। এখনকার সবচেয়ে চাহিদাসম্পন্ন ও দরকারি ল্যাঙ্গুয়েজ পাইথন। পাইথন প্রোগ্রামিং এখন অনেকখানি জায়গা জুড়ে আছে আছে প্রোগ্রামিং এর দুনিয়াতে।
পাইথন (Python) একটি বস্তু-সংশ্লিষ্ট (object-oriented) উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। ১৯৯১ সালে গুইডো ভ্যান রস্যিউম এটি প্রথম প্রকাশ করেন।পাইথন নির্মাণ করার সময় প্রোগ্রামের পঠনযোগ্যতার উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এখানে প্রোগ্রামারের পরিশ্রমকে কম্পিউটারের চেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। পাইথনের কোর সিনট্যাক্স ও সেমান্টিক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ। পাইথন প্রোগ্রামারদের সমাজ থেকে পাইথন দর্শন এর সূচনা হয়েছে।
পাইথনের এত জনপ্রিয় হওয়ার কারণ কী? পাইথন প্রোগ্রামাররা নিচের কারণগুলোকেই প্রধান মনে করেন:
পাইথনে সংকেত (কোড) সহজে পড়া যায়।
কোড সি বা জাভার চেয়ে তুলনামূলক অনেক ছোট হয়।
পাইথনে রয়েছে লিস্ট, ডিকশনারি ও সেটের মতো চমৎকার ডেটা কাঠামো।
পাইথন বিভিন্ন অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়।
বিশাল ও কার্যকর স্ট্যান্ডার্ড লাইব্রেরি রয়েছে।
শক্তিশালী অনলাইন কমিউনিটি।
চমৎকার ওয়েব ফ্রেমওয়ার্ক (জ্যাঙ্গো, ফ্লাস্ক ইত্যাদি)।
পাইথন দিয়ে কি কি করা যায়? পাইথন দিয়ে মোবাইল অ্যাপ, মোবাইল গেম, কম্পিউটার সফটওয়্যার, ওয়েব সাইট, ওয়েব অ্যাপ সহ আরও অনেক কিছু বানানো যায়। আপনি পাইথন দিয়ে ডাটা সাইন্স, মেশিন লার্নিং সহ আরও অনেক কিছু করতে পারবেন।