সাধারণত এই ধরনের মলমগুলোতে মূল দুই ধরনের উপাদান পাওয়া যায়; মিথাইল সালিসাইলেট (methyl salicylate) এবং মেন্থল (Menthol)। একজন ব্যাক্তি যখন পেশীতে ব্যাথা অনুভব করেন তখন মূলত তার পেশীগুলো শরীরে থাকা নার্ভগুলোকে প্রতিনিয়ত ব্যাথার সংকেত দিতে থাকে, যার ফলেই ব্যাক্তি ব্যাথা অনুভব করে। উপরিউক্ত উপাদানগুলো একসাথে ব্যাবহারের ফলে উপাদানগুলো পেশী এবং নার্ভ এর মধ্যে সংকেত প্রদানে বাধার প্রয়োগ করে যার ফলেই ব্যাক্তির ব্যাথা তুলনামূলক সহ্যকর অবস্থায় ফিরে আসতে পারে।
লিখেছেন: আলিফা চৌধুরী