ইমাস্কুলেশন সংকরায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ প্রক্রিয়ায় পরাগধানী পরিপুষ্ট ও পরিপক্ব হওয়ার পূর্বেই স্ত্রী উদ্ভিদ হিসেবে চিহ্নিত গাছের ফুল হতে পুংকেশর গুলো অপসারণ করা হয়। এভাবে উভলিঙ্গ ফুলকে পুরুষত্বহীন করার জন্যই ইমাস্কুলেশন করা হয়। এর ফলে ঐ পুষ্পে আর স্বপরাগায়ন ঘটত পারে না।