টেলােফেজ পর্যায় শেষ হলে কোষের স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল ক্রমশ প্রশস্ত হয়ে কোষপ্রাচীরকে স্পর্শ করে এবং সূত্রগুলাে অদৃশ্য হয়ে যায়।
বিষুবীয় অঞ্চলে লাইসােজোমের ন্যায় ফ্রাগমােসােম জমা হয় এবং পরে মিলিত হয়ে প্লাজমালেমা গঠন করে। প্লাজমালেমার উপর অন্যান্য দ্রব্য জমা হয়ে কোষপ্লেটে পরিণত হয় যার উপর সেলুলােজ, হেমিসেলুলােজ, পেকটিন ও অন্যান্য দ্রব্য জমা হয়ে কোষপ্রাচীর গঠন করে।