প্রাথমিক সাইড ইফেক্ট ঘুমের সমস্যা হবে। ডিসপ্লেতে বেশি তাকিয়ে থাকার কারণে ক্ষতিকারক রশ্মি চোখের ক্ষতি করতে পারে৷ প্রত্যক্ষ সামাজিকতা থেকে দূরে থাকার কারণে অল্পবয়সীদের ক্ষেত্রে মানসিক পরিপক্বতা আসবে না। একটানা ঘরে শুয়ে থাকা, ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকা, হাটাহাটি না করা, ব্যায়াম না করার কারণে ব্যাকবোনে ব্যথা, ঘাড়ে ব্যাথা, মাথা ব্যাথা, রক্তচাপের সমস্যা ইত্যাদি হতে পারে৷ ব্যাপারটা মানুষের সাথে মেলামেশার চেয়ে বেশি স্বাভাবিক জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার সাথে জড়িত। শারীরীক বিষয়, খাওয়া দাওয়া মেনটেইন করে যদি কেউ ভার্চুয়াল লাইফ যাপন করে তাহলে সমস্যা কম হওয়া কথা। তবে এটা নিশ্চিত যে সামাজিক দূরত্ব তৈরি হবে।
Answered by: Riyad Khan