Rajon Chondro
মাছের মাথায় ব্রেনের পিছনে মূলত অন্তঃকর্ণে পাথর সদৃশ বস্তুটি দেখা যায় তা খুবই গুরুত্বপূর্ণ একটি অংগ। একে অটোলিথ বা স্যাস্টোলিথ বলে। এটি ক্যালসিয়াম কার্বনের তৈরি যা মাছের অন্তঃকর্ণে থাকে।
চিত্রঃ অটোলিথ {সোর্সঃ fishbio)
অটোলিথের কাজ
১। অটোলিথ পানিতে ভাসার সময় মাছের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
২। মাছের শ্রবণে সাহায্য করে।
মাছের অটোলিথ থেকে অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। বিজ্ঞানীরা বিভিন্ন প্রকার গবেষণার জন্য মাছ থেকে অটোলিথ সংগ্রহ করে। তবে অটোলিথ সংগ্রহের জন্য মাছটিকে অবশ্যই মারতে হয়।
মাছের অটোলিথ থেকে বিভিন্ন তথ্য জানতে পাওয়া যায়
১। মাছের পুরু জীবন চক্র এই অটোলিথ থেকে জানা যায়।
২।মাছের বয়স এবং বৃদ্ধি হার কেমন এসব তথ্য অটোলিথ থেকে জানা যায়।
৩। কোনো মাছের উৎপত্তি,কি খাবার খায়,স্বাদু পানির নাকি নদীর মাছ সব তথ্যই পাওয়া যায় এই অটোলিথ থেকে।