হ্রাসমূলক বিভাজনঃ সাধারণ অর্থে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে সৃষ্ট আপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষ এর সমান না হয়ে অর্ধেক হয় তাকে হ্রাসমূলক বিভাজন বলে।
মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউকিয়াস দুইবার কিন্তু ক্রোমোসোম একবার বিভাজিত হয়। এর ফলে সৃষ্ট আপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা, মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তাই মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়ে থাকে।