চুল,আইব্রো, চোখের পাঁপড়ি এইসব কয়েকটা পর্যায়ে গজায়। একেক পর্যায়ে একেকটা সম্পন্ন হয়। প্রত্যেকটা পর্যায় মাথার চুলের ক্ষেত্রে বেশি সময় ধরে থাকে,প্রায় ৪-৫ বছর। কিন্তু আইব্রো এবং চোখের পাঁপড়ির ক্ষেত্রে থাকে যে ৪-৫ মাস। প্রত্যেকটা পর্যায়ের ক্ষেত্রে সেইম। এইজন্য চুলের তুলনায় আইব্রো এবং চোখের পাঁপড়ির ঘনত্ব,দৈর্ঘ্য, সিল্কনেস কম থাকে।
চুল, আইব্রো এবং চোখের পাঁপড়ির বৃদ্ধি পাওয়ার পর্যায়ের নাম anagen! এই পর্যায় যত দীর্ঘ হবে চুল ও তত দীর্ঘ হবে। যেহেতু আইব্রো এবং চোখের পাঁপড়ির ক্ষেত্রে পর্যায়ের সময় সীমা ৪-৫ মাস যেখানে মাথার চুলের ক্ষেত্রে ৪-৫ বছর। তাই চুলের দৈর্ঘ্য বাকিগুলোর তুলনায় বেশী।
Answered by: Zaima Ferdous Neha