আরেকটি উত্তর
পৃথিবীর বায়ুমন্ডল বলতে পৃথিবীকে ঘিরে থাকা বিভিন্ন গ্যাস মিশ্রিত স্তর কে বোঝানো হয় এবং এটি মধ্যাকর্ষণের প্রভাবে সংযুক্ত থাকে।শ্বাস-প্রশ্বাসের ও সালোকসংশ্লেষণ এর জন্য ব্যবহৃত বায়ুমন্ডলের গ্যাসসমূহের প্রদত্ত প্রচলিত নাম বায়ু বা বাতাস।
পরিমাণের দিক থেকে শুষ্ক বাতাসে প্রায় ৭৮.০৯% নাইট্রোজেন , প্রায় ২০.৯৫% অক্সিজেন, প্রায়০.৯৩% আর্গন, ০.০৩% (প্রায়)কার্বন ডাইঅক্সাইড এছাড়া হিলিয়াম প্রায় 0.000524% এবং হাইড্রোজেন 0.000055%
বাতাসে এছাড়াও পরিবর্তনশীল পরিমাণ জলীয় বাষ্প রয়েছে যার গড় প্রায় ১%।
এখান থেকে পরিষ্কার ভাবে তুলনা করা যায় অন্যন্য উপাদানের তুলনায় হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের পরিমান খুবই কম তাই এদের নগন্য হিসাবে গন্য করা হয়।
collected