ম্যাচিউরিটি একটি ইংরেজি শব্দ। যার বাংলা অর্থ হলো পরিপক্কতা। সহজ ভাষায় মনোবিজ্ঞানের মতে, ম্যাচুউরিটি বা পরিপক্বতা হলো, পরিবেশ ও পরিস্থিতির সঠিক সময় সম্পর্কে সচেতন থাকা এবং কখন কী করা উচিত তা জানার ক্ষমতা। আরো সহজ ভাষায় বলতে গেলে, মনে বিপরীত ব্যাপারগুলো হাসিমুখে মেনে নেওয়ার নামই হলো ম্যাচিউরিটি বা পরিপক্কতা। যখন আপনি কথা বলার চেয়ে শোনাটাকে বেশি প্রাধান্য দিবেন, তখন বুঝবেন আপনি পরিপক্ক। এছাড়াও আরো কিছু গুণ আছে যেগুলো সম্পর্কে ধারণা নিতে পারলে আপনি সহজেই পরিপক্ক কিনা তা বুঝতে পারবেন। আসুন জেনে নিই সেগুলো-
ডেটা বিজ্ঞানী কেটিস হোবান তিনটি শব্দের কথা বলেছেন - দায়বদ্ধতা, প্রতিক্রিয়াশীলতা এবং স্থিতিস্থাপকতা। সুতরাং, নিজের মধ্যে শক্তি এবং এবং নিজের কার্যকলাপের জন্য দায়বদ্ধ থাকা। পরিপক্কতা হ'ল নিজের ক্রিয়াকলাপের জন্য দায়বদ্ধ থাকা, কারো ভুলত্রুটি নিয়ে সংবেদনশীল হওয়া এবং অন্যের প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করা । পরিবর্তন এবং পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা থাকা ।
-
ইংরেজিতে একটি প্রবাদ আছে,
" Maturity comes with experience,
not age"
অর্থাৎ, পরিপক্বতা বয়সের সাথে আসে না, জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আসে।
খুব সাধারণ অর্থে বলতে গেলে, পরিপক্বতার বয়সের সাথে কোন সম্পর্ক নেই। কোন ব্যাক্তি একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পরিস্থিতিতে কীরুপ প্রতিক্রিয়া দেখায় তার সাথে সম্পর্ক রয়েছে। আমরা অনেক সময় খেয়াল করি, বৃদ্ধ লোক কিছু পরিস্থিতিতে অধিক হতাশ হয়ে নিজেকে কাজ থেকে অব্যাহতি দিয়ে দেন কিন্তু তার চেয়ে কম বয়সী ব্যাক্তি সে পরিস্থিতিতে নিজেকে ধরে রাখতে পারেন এবং গুটিয়ে না গিয়ে তা থেকে বের হয়ে আসতে সক্ষম হন।
কীভাবে বুঝবেন আপনি পরিপক্ক কিনা!
পরিপক্কতা কোন সাধারণ বিষয় নয়। সবাই সবকিছু নির্দিষ্ট সময়ে মোকাবেলা করতে সক্ষম হন না। কারো পরিস্থিতি মোকাবিলা করতে অধিক সময় লাগে আর কারো তার থেকে একটু কম।
তবে কিছু বৈশিষ্ট্য বা গুণ আপনার সঠিক অবস্থান সম্পর্কে খুব সহজে জানান দিতে পারে
১. আপনি বেশি শুনছেন কম বলার চেষ্টা করছেন, তাহলে আপনি পরিপক্ক ।
২. আপনি বুঝতে পেরেছেন সবকিছু আপনার নিজের নিয়ন্ত্রণে নেই, তাহলে আপনি পরিপক্ক ।
৩. আপনি যেকোন কাজকে অধিক গুরুত্ব সহকারে নেওয়া শুরু করেছেন, তাহলে আপনি পরিপক্ক ।
৪. আপনি যে পরিমান ব্যায় করছেন তার থেকে অধিক পরিমান সাশ্রয় করছেন, তাহলে আপনি পরিপক্ক ।
৫. আপনি অকপটে নিজের ভুল থেকে শিক্ষা গ্রহন করতে পারেন, তাহলে আপনি পরিপক্ক ।
৬. আপনি পরিবর্তনকে সহজে মেনে নিতে শিখে গেছেন, তাহলে আপনি পরিপক্ক ।
৭. আপনি যেকোন কাজকে অধিক গুরুত্ব সহকারে নেওয়া শুরু করেছেন, তাহলে আপনি পরিপক্ক ।
৮. আপনি কারো ভুলে সমালোচনায় লিপ্ত না থেকে তার সাফল্যে আনন্দ খুজে পান, তাহলে আপনি পরিপক্ক ।
৯. আপনি নিজের জীবন নিয়ে অভিযোগ না করে সন্তুষ্ট থাকেন, তাহলে আপনি পরিপক্ক ।
১০. নিজেকে অন্যের জায়গায় কল্পনা করে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনি পরিপক্ক ।
১১. কারো স্পর্শকাতর বিষয় নিয়ে হাসি-তামাশায় না মেতে তাকে পরিপূর্ণ সম্মান দেওয়ার চেষ্টা আপনি করেন, তাহলে আপনি পরিপক্ক ।
১২. নিজের সমস্যাগুলো একান্ত মনে করে নিজে তা মোকাবিলা করার দৃঢ় চেষ্টা আপনি করেন,তাহলে আপনি পরিপক্ক ।
১৩. কারো বাহ্যিক অবস্থা দেখেই তাকে বিচার করার চেষ্টা বাদ দিয়ে তার সার্বিক অবস্থা বিবেচনা করে তাকে বিচার করার চেষ্টা করেন, তাহলে আপনি পরিপক্ক ।
১৪. কারো বাজে এবং কটু কথা শুনার পরেও হাসি মুখে তার কথার উত্তর আপনি দিতে পারেন, তাহলে আপনি পরিপক্ক ।
১৫. প্রতিশ্রুতি দিয়ে কঠিন বিপদের সম্মুখীন হয়েও প্রতিশ্রুতি ভঙ্গ আপনি করতে পারেন না, তাহলে আপনি পরিপক্ব।
collected