এর দুটি কারণ।
এক নম্বর, সমতা বা সিমেট্রি বজায় রাখার জন্য। আমাদের মুখের ডানদিক ও বাঁ দিক সিমেট্রিকাল, তাই দুদিকে দুটি নাকের ফুটো দেখতে ভালো লাগে। মুখ একটি হলেও তারও দুটি দিক সিমেট্রিকাল।
দুই নম্বর- nasal cycle বলে একটি জিনিসের জন্য। নেজাল সাইকেলে দুটি নাকের ফুটো দিয়ে আলাদা গতিবেগে হাওয়া প্রবেশ করে। একটি ফুটোর হাওয়া সোজা ফুসফুসে প্রবেশ করে শরীরকে অক্সিজেনের যোগান দেয়। অন্য ফুটোর হাওয়া নাকের মধ্যেই আস্তে আস্তে ঘুরতে থাকে যাতে তার মধ্যের কণাগুলি নাকে গন্ধ পাওয়ার অলফ্যাক্টরি রিসেপ্টরগুলিকে উত্তেজিত করে আমাদের গন্ধের অনুভূতি দিতে পারে (খুব তাড়াতাড়ি হাওয়া বয়ে চলে গেলে রিসেপ্টর উত্তেজিত হয়না-দেখবেন কোন ঘরে গন্ধ তাড়াতে সেখানে জোরে হাওয়া চালানো হচ্ছে সবচেয়ে সোজা সমাধান)। একে সাইকেল বলা হয় কারণ কয়েক ঘন্টা অন্তর এই গতিবেগ পরিবর্তন হয়-একবার ডান নাকে জোরে হাওয়া ঢোকে,একবার বাঁ নাকে। নিজে একটি ফুটো চেপে ধরে খেয়াল করলে বুঝতে পারবেন, তখন কোন নাক দিয়ে বেশি হাওয়া ঢুকছে।
collected