একটি দিয়ে খুব দ্রুত বায়ু প্রবেশ করতে পারে আর অপরটি দিয়ে বেশ অল্প পরিমান বায়ু প্রবেশ করে। নাকের উপরের দিকের একটি হাড় ডানে বা বামে সরে গিয়ে এই ফাঁক নিয়ন্ত্রণ করে। এর ফলে দুটি ছিদ্র দিয়ে প্রবেশকৃত অণুর গতির উল্লেখযোগ্য পরিমাণ তারতম্য ঘটে এবং এই বিষয়টিই বিভিন্ন ধরনের বস্তুর ঘ্রাণ অনুভবের জন্য জরুরি।