মানুষের হাতে-পায়ে লোম কেন হয়?
উত্তর দিন
7
অনুসরণ
অনুরোধ
আরও
2টি উত্তর
এ বি এম মহিঊদ্দীন, B.Sc.(honors), M.Sc. রসায়ন & মানব সম্পদ ব্যবস্থাপনায় -এমবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়
16 মে, 2020 এ উত্তর দেওয়া হয়েছে
নারী ও পুরুষের শরীরে টেসটোসটেরন (Testosteron) নামক এক ধরনের হরমোন রয়েছে। যা এন্ড্রোজেন গ্রুপের অন্তর্ভুক্ত। এই টেসটোসটেরন হরমোনকে ‘পুরুষ হরমোন’ নামে অভিহিত করা হয়। পুরুষের পাশাপাশি মেয়েদের শরীরেও এই টেসটোসটেরন হরমোন সামান্য পরিমাণ থাকে।
টেসটোসটেরন মাত্রা পুরুষদের সবকিছুকে প্রভাবিত করে। প্রজনন ব্যবস্থা এবং যৌনতা থেকে শুরু করে পেশীর ভর, হাড়ের ঘনত্ব, কণ্ঠস্বর, চুল এবং এমনকি পুরুষদের সুনির্দিষ্ট কিছু আচরণে পর্যন্ত এই প্রভাব বিদ্যমান।
মেয়েদের শরীরে টেসটোসটেরন খুবই কম মাত্রায় থাকে বলে এসব স্থানে ছেলেদের মতো চুল গজায় না। তবে নারীদের দেহে কখনো কখনো পুরুষালি হরমোন টেসটোসটেরনের আধিক্য হওয়ার ফলে অবাঞ্চিত লোমের সমস্যা সৃষ্টি হয়। এই হরমনের ভারসাম্যহীনতার ফলে পুরুষের দেহেও অস্বাভাবিক অবাঞ্চিত লোম দেখা যায়। যেমন বুকে, পিঠে, হাতে পায়ে কপালে ইত্যাদি জায়গার লোম অনেক ঘন, ও মোটা হয়।
©